ঢাকা-১ আসনের (দোহার ও নবাবগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। তিনি আশ্বাস দেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের মতো ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গ করতেও দ্বিধা করবে না।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে দোহার উপজেলার আওলিয়াবাদ পঞ্চায়েত পূজা মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে নজরুল ইসলাম বলেন, “আমরা একই দেশের নাগরিক। অথচ রাজনৈতিক স্বার্থে আমাদের মাঝে কৃত্রিম বিভাজন সৃষ্টি করা হয়েছে। অতীতে আমরা একসাথে বিদ্যালয়ে গিয়েছি, একই পুকুরে স্নান করেছি, পাশাপাশি বসবাস করেছি। অথচ এখন ভেদাভেদ বাড়ানো হয়েছে। প্রকৃত মুসলমান কখনো অন্যের ক্ষতি করতে পারে না—তা সে মুসলমান হোক বা অমুসলিম। যারা অমুসলিমদের ক্ষতিগ্রস্ত করে, তারা সমাজদ্রোহী। জামায়াতে ইসলামী সুযোগ পেলে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এবং একটি ভীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিপন রাজবংশী, সহদেব রাজবংশী, ভাসান রাজবংশী, মেহের লাল রাজবংশী, সুভাষ রাজবংশী ও ধীরেন রাজবংশী।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এ বি এম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা আমির অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, দোহার উপজেলা আমির ডা. দেওয়ান শহিদুজ্জামান, মাওলানা দলিলুর রহমান এবং হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।

Add Your Comment