ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, আগামী প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের মাঝে উচ্চমানের জ্ঞানচর্চা, উন্নত চিন্তা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে হবে। এতে প্রগতিশীল অভিভাবকরাও তাঁদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আশাবাদী হবেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দোহার ও নবাবগঞ্জের ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৩৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার নজরুল ইসলাম আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি। তাই মনোযোগী হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং পরিকল্পিত শিক্ষার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সম্পাদক সাদিক কায়েম বলেন, “শিক্ষাই হলো সামাজিক পরিবর্তনের প্রধান উপাদান। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের দায়িত্বশীলভাবে এগিয়ে এসে দেশের কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিয়াম। তিনি বলেন, এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত ও উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। কৃতি শিক্ষার্থীদের এ অর্জন শুধু পরিবারের নয়, সমাজ ও দেশের জন্যও গর্বের বিষয়।
এতে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সনদ ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে, যেখানে শিক্ষার্থীরা ইসলামী সংগীত ও আবৃত্তির মাধ্যমে তাঁদের প্রতিভা তুলে ধরেন। উপস্থিত অতিথিরা অনুষ্ঠানটিকে অনুপ্রেরণামূলক ও সফল উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ