ঢাকার দোহার উপজেলায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।

প্রচারণার সময় ব্যারিস্টার নজরুল ইসলাম স্থানীয় কয়েকটি স্কুল-কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, “শিক্ষা শুধু একটি সনদ অর্জনের মাধ্যম নয়, বরং একজন উন্নত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পথ। নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।”

পরে তিনি নয়াবাড়ী বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।

Add Your Comment