ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। একসময় মানুষ চরম হতাশায় ডুবে গিয়েছিল, কারণ একটি স্বৈরাচারী সরকার জনগণের ওপর দমন-পীড়ন চালিয়ে রেখেছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি। আজ আমরা স্বাধীনভাবে কুরআন ও ইসলামের বাণী তুলে ধরতে পারছি। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আমাদের জন্য এক বিশেষ সুযোগ। কুরআনের দিকনির্দেশনায় ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা রায় প্রদান করব।

গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঢাকার দোহার উপজেলার রাইপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ব্যারিস্টার নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এ বি এম কালাম হোসাইন এবং দোহার উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর এ আলম ঝিলু।

“তথ্যসূত্র: দৈনিক নয়া দিগন্ত”

Add Your Comment